1. Loose/Lose
To lose something is to misplace something (কিছু হারিয়ে ফেলা)
Whereas, loose describes the lack of tightness or means to set something free. (ঢিলা)
Example: Your trousers are very loose. (তোমার ট্রাউজার্ অনেক ঢিলা.)
You may lose your wallet if it falls out of your pocket. (যদি মানিব্যাগ তোমার পকেট থেকে পরে যাই তাহলে তুমি তা হারাতে পারো)
2. Principal/Principle
The principal is the most important person, usually the head of a school. (অধ্যক্ষ)
Principles are beliefs or rules. (তত্ত্ব)
Example: The principal’s favorite principle is to treat others the way you wish to be treated. (অধ্যক্ষের সবচেয়ে পছন্দের তত্ত্ব হচ্ছে - অন্যের সাথে আপনি তেমন ভাবেই ব্যবহার করুন, যেমনটা আপনি আপনার জন্য চান.)
3. Complement/Compliment/Complimentary
Compliments are praises or approval, an admiring remark. (অভিনন্দন জানানো)
To say that something is complimentary can also mean that it is free, or comes in addition to something you already have. (প্রসংশনীয় উপহার, বিনামূল্যের)
A complement is something that is added to something else to improve the qualities of each. (সহায়ক, যখন কোনো কিছুতে অন্য একটা কিছু যোগ করলে তার গুণমান বৃদ্ধি পাই.)
Example: The man at the door complimented my brown dress and said that it complements my brown eyes. (দরজায় দাড়ানো লোকটি আমার বাদামী জামার প্রসংশা করলো আর বললো যে আমার বাদামী চোখের সাথে জামাটি ভালো মানাচ্ছে.)
The peanuts are complimentary. (বাদামগুলো বিনামূল্যের.)
4. Desert/Dessert
A desert is a dry, desolate place (noun). (মরুভূমি)
Deserted means that something is abandoned. (ছেড়ে পালিয়ে যাওয়া, একলা হয়ে যাওয়া)
Dessert is a course that comes at the end of a meal, usually consisting of sweet food. (ভোজনের শেষে দেওয়া মিষ্ঠান্ন)
a. Anil brought dessert to the picnic. (অনিল পিকনিকে মিষ্ঠান্ন এনেছে.)
b. This used to be a beautiful palace, but now it seems deserted. (এটা আগে খুব সুন্দর প্রাসাদ ছিল কিন্তু এখন এই জায়গাটা খালি হয়ে গেছে.)
c. The Thar desert is in the state of Rajasthan. (থর মরুভূমি রাজস্থানে অবস্থিত.)
No comments:
Post a Comment