Tuesday, August 2, 2016

A Resignation Letter - Sample



Dear Mr. Ashik,
Subject: Resignation Letter (পদত্যাগ পত্র)
My journey with this organization has been very enriching. However, for a new journey to start, the previous one must end. (এই কোম্পানির সাথে আমার সফর খুবই সমৃদ্ধ ছিল . কিন্তু একটা নতুন সফর শুরু করতে গেলে আগের সফরটাকে শেষ করতে হয় .)
I am moving to another city due to personal reasons, and will have to resign from the organization. (নিজের কিছু ব্যক্তিগত আমাকে অন্য একটি শহরে চলে যেতে হচ্ছে ,এবং আমাকে কোম্পানি থেকে পদত্যাগ করতে হবে .)
However, I would dutifully serve my notice period for the next two months. (যদিও আমি আমার কর্তব্য পালন করব আর সামনের দুই মাস আমার নোটিসের সময় পূরণ করব .)
I would like to extend my gratitude to the whole team and my mentors, and I wish the organization would see days of greater success. I am thankful for all the guidance provided to me during my work tenure. (আমি আমার সকল সতীর্থদের আর পরামর্শদাতাদের আমার কৃতজ্ঞতা জানাতে চাই এবং আমি আশা করছি কোম্পানি আগামী দিনে আরো বেশি সফলতা পাবে । আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে আমার এই পুরো সফরে পরামর্শ দিয়েছে আর আমাকে শিখিয়েছে .)
Please accept my resignation. (অনুগ্রহ করে আমার পদত্যাগপত্র গ্রহণ করুন .)
Thank you. Regards, Mehedi Hasan

No comments:

Post a Comment