Friday, July 22, 2016

কি করবেন নিরাপত্তাহীনতায়?!

ইদানিং নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেকেই! তবে সেটার প্রেক্ষাপট একেক জনের কাছে একেক রকম! কেউ বাড়ীতে, কেউ বা বাড়ীর বাইরে! কোথাও নিজেকে সেইফ মনে করতে পারছেন না। এই বোধটি মাত্রাতিরিক্ত হারে মাথায় ঘুরপাক খেলে, এটি এক ধরনের অবসেশন হয়ে দাঁড়াবে।
এই অবসেশন থেকে বেরিয়ে আসতে কিছুটা সতর্কতামূলক ব্যবস্থা নেয়াই যথেষ্ট।
সচেতনতা হল প্রথম ধাপ। কি কারণে, কোথায় এবং কেন এই প্রশ্ন গুলোর উত্তর খুঁজুন নিজে নিজে।
ঘরের ভেতরে যদি কারো মাধ্যমে নিরাপদ না ভাবেন, সেটি আগে থেকেই কাছের মানুষদের সাথে শেয়ার করুন। যদি যৌন হয়রানীর শিকার হন, পারলে দৌড়ে রান্নাঘরে চলে যান। প্লেট, বাসন অর্থাৎ কাঁচের জিনিসপত্র ছুড়তে থাকুন! এর শব্দ অন্যদের কানে আসবে। বিভিন্ন ধরনের স্পাইসের গুড়া, বিশেষ করে মরিচের গুড়া খুবই কার্যকরী। সেই সাথে যত জোরে সম্ভব চিৎকার করুন।
যদি কোন ভাড়া করা ট্যক্সি ক্যাব বা গাড়ীতে উঠেন, ফোনে গাড়ীর নাম্বার এবং গন্তব্য জানিয়ে দেন কাছের মানুষকে। যদি কানেক্ট করা কারো সাথে সম্ভব নাও হয় (ফোনে ব্যালেন্স, নেটওয়ার্ক বা চার্জ না থাকলে) কথা বলছেন এবং নম্বর জানাচ্ছেন কাছের মানুষকে, সেটা অভিনয় করুন! এতে ড্রাইভার অতো দুঃসাহস নাও দেখাতে পারেন। যদি দেখেন, ড্রাইভার আপনার গন্তব্যে না যেয়ে অচেনা রাস্তায় বিভিন্ন অজুহাতে গ্যাস, তেল নেয়ার জন্য যেতে চাইছে তাকে সরাসরি "না" বলুন। না শুনলে গাড়ি থামাতে বলুন। তারপরও না শুনলে হাতের কাছে কোন রুমাল বা দোপাট্টা জাতীয় কোন কাপড় বা দড়ি দিয়ে তাকে পেছন থেকে গলায় জড়িয়ে ধরে গাড়ী থামাতে বাধ্য করুন।
কোন অপরিচিত জায়গা যেমন: বিভিন্ন রাস্তা বা অলি গলিতে সেইফ দোকান ছাড়া কোন পানীয় কিনবেন না, যদি সেটা সীল করাও থাকে!
কখনও হামলার শিকার হচ্ছেন বা হতে পারেন যদি বুঝতে পারেন নিকটস্থ ATM বুথের কাছে দৌড়ে চলে যান। কেননা, সেখানে গার্ড এবং সিসি ক্যমেরা থাকে সব সময়।
নিকটস্থ থানার ফোন নাম্বার রাখুন। প্রয়োজনে সরাসরি থানার ওসিকে ফোন করুন।
(এখন প্রতিটি থানা থেকেই আপনার ফোন নম্বর, বাড়ীর স্থায়ী, অস্থায়ী ঠিকানা চাওয়া হচ্ছে। এবং একজন দায়িত্বশীল পুলিশকে এস আই পর্যায়ের দায়িত্ব দেয়া হচ্ছে, এরিয়া ভিত্তিক ভাবে, আপনার নিরাপত্তার জন্য। সেটি না করে থাকলে আজকেই এনসিওর করুন।)
ব্যাগে পানি মিশ্রিত মরিচের গুড়া বা মরিচের পাউডার সাথে রাখুন।
সর্বোপরি, চোখ, কান খোলা রাখুন, মাথা ঠান্ডা রাখুন। সচেতনতার সাথে চলাফেরা করুন এবং সাহস সঞ্চয় করুন।
মনে রাখবেন, আপনি আক্রমণকারীর চেয়ে কম নন! 

No comments:

Post a Comment