Friday, July 22, 2016

আপনি কি কাউন্সেলিং দিচ্ছেন? নাকি সাজেশন?! জেনে নিন!


অনেককেই বলতে শুনি, "আমিও তো কাউন্সেলিং দেই! কাউন্সেলিং এ ভিজিট আবার কি!" তখন কিছুটা বিচলিত ও বিব্রত হই, থমকে যাই! কি বলবো, কাকে বলবো? কাদেরকে বলবো?! সত্যিই বিচিত্র আমরা!
আজ আপনাদের জন্যই আবার লিখতে বসলাম! .... 
দেখুন, সাজেশন, এডভাইজ এবং কাউন্সেলিং এক জিনিস নয়! সাজেশন বা এডভাইজ হল অন্যের অভিজ্ঞতার আলোকে আরেক জনকে চলার কথা বলা। বা অন্যের মতাদর্শকে নর্মস হিসাবে নিয়ে জীবনের সমস্যার সমাধান দেয়ার চেষ্টা।
কিন্তু কাউন্সেলিং হচ্ছে এক ধরনের থেরাপী! যেখানে প্রথমে Rapport build up করতে হয় ও সেই সাথে প্রফেশনালিজম মানে টাইম এবং মানির একটা ব্যাপার থাকতেই হয়। কাউন্সেলর কখনই নিজের মতামত চাপিয়ে দিতে পারবেন না। বিভিন্ন থেরাপী যেমন হতাশা, এগ্রেশনের জন্য কগনেটিভ বিহেভিয়রাল থেরাপী, আবার বর্ডার লাইন পার্সোনালিটির জন্য ডায়ালেকটিয়াল বিহেভিয়রাল থেরাপী, ইমোশান নিয়ে ডিস্টার্বড বা কোন ফিজিক্যাল পেশান্টের ক্ষেত্রে সাপোর্টিভ সাইকোথেরাপী ইত্যাদি এপ্লাই করে থাকেন, যেটি তিনি তার কথার মাধ্যমে করেন। আবার ক্লায়েন্টকে তিনি অনেকগুলি দিক নির্দেশনার মাধ্যমে সাহায্যও করেন, ক্লায়েন্টের অজান্তেই। কাউন্সেলর কখনই কোন কিছুর সমাধান দেন না, তিনি অনেকগুলি টেকনিক বা থেরাপী এপ্লাই করে ক্লায়েন্টকে সেখান থেকে যে কোন একটি বেছে নিতে সাহায্য করেন। এর মাঝে তিনি ক্লায়েন্টের অজান্তেই ক্লায়েন্টের পারসোনালিটি, এনভায়রনমেন্ট, পাস্ট হিস্ট্রি, বডি ল্যাংগুয়েজ বিভিন্ন ভাবে অবজার্ভ করেই থেরাপীগুলি এপ্লাই করে থাকেন। কিছু কিছু থেরাপীর অনেক গুলি সেশনও দিতে হয়।
একটা কথা মনে রাখা দরকার, কাউন্সেলর শ্যুড বি নিউট্রাল এবং তিনি ও তার ক্লায়েন্ট একে অপরের উপর বিশ্বস্তও থাকবেন। কাউন্সেলরকে এ বিষয়ে পড়াশুনা, কেইস স্টাডী, ইন্টার্নশীপ করার অভিজ্ঞতা থাকতে হবে। এগুলি না করে কাউন্সেলিং হয় না। কারণ আপনাকে সেইসাথে বিভিন্ন মানসিক রোগ গুলি ফাইন্ড আউট করার দক্ষতাও অর্জন করতে হবে।
যেমন, কেউ হয়তবা হতাশা বা রাগ নিয়ে আপনার কাছে আসলো! এখন তার এংগার ম্যানেজমেন্ট এর জন্য আপনি কিছু টাস্ক দিয়ে তার রাগটা থেকে তাকে বের করে আনবেন! সে ক্ষেত্রে তার কারণ গুলি ফাইন্ড আউট করতে হবে, তার পাস্ট হিস্ট্রি লাগবে, তার কাছের মানুষদের সাথে কথা বলতে হবে, তার পার্সোনালিটি ডায়াগনোসিস করতে হবে। এরপর দেখতে হবে এটি কোন পর্যায়ে আছে! কাউন্সেলর সিম্পটম শুনে সেশনের মাধ্যমেই সেটা বুঝতে পারবেন, এটি স্টার্টিং, ক্রনিক নাকি ট্রমাটিক পর্যায়ে আছে। এই সিম্পল একটি উপসর্গ 'রাগ বা হতাশা' কিন্তু মোটেও সিম্পল নয়! এটি বিভিন্ন রোগের কারণও হতে পারে। যেমনঃ জ্বর কোন রোগ নয়! এটি কোন রোগের বা কোন কিছুর ইনফেকশনের লক্ষণ মাত্র!
ঠিক এ রকমই সিজোফ্রেনিয়া, সাইকোসিস, বাইপোলার ডিসঅর্ডার, বর্ডারলাইন এর মত ভয়ংকর রোগ হলেও রাগ বা হতাশা লক্ষণ হিসেবে আসতে পারে! আবার জেনিটিক্যালিও এফেক্ট পড়তে পারে, সেই ক্ষেত্রে আপনাকে এ জিনিসগুলি বুঝতে হবে। আবার যদি রোগটা প্যাথলজিক্যাল পর্যায়ে চলে যায় সে ক্ষেত্রে প্যাথলজিক্যাল হেল্প মানে মেডিসিন দরকার! এ ক্ষেত্রে শুধু কাউন্সেলিং এ হবেনা, সাথে মেডিসিনও লাগবে। তার মানে এ বিষয়ে দক্ষতা না থাকলে হতাশা বা এংগার ম্যানেজমেন্টের হোম টাস্ক কিভাবে দিবেন?!
কাউন্সেলিং বা সাইকোথেরাপী সম্পূর্ণভাবে একটি টেকনিক্যাল বিষয়। যেমন ডাক্তারী, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য বিষয়গুলোর মত। যেমন, চাইল্ড, এডোলেসেন্ট, কাপল্, ফ্যামিলি, এডিকশন, রাগ, হতাশা, দন্দ্ব, ইত্যাদি এগুলোর একেকটির জন্য একেক ধরণের সাইকোথেরাপী এপ্লাই করা হয়। শিশুদের যেমন প্লে থেরাপী দেয়া হয়। কাপলদের সেই থেরাপী দেয়া হয় না। কাউন্সেলর সিদ্ধান্ত নেবেন, কার জন্য কোন থেরাপীটি প্রযোজ্য।
ভাই শুনে রাখেন!...
সাধারনভাবে আপনি যেটি দিবেন বা দিচ্ছেন বা দেয়ার চেষ্টা করছেন, সেটি কাউন্সেলিং নয়! সেটি এডভাইজ বা সাজেশন ছাড়া আর কিছুই নয়! 
যত খুশি তত সাজেশন বা এডভাইজ দেন! কিন্তু কাউন্সেলিং দেন অনুগ্রহ করে এটা বলবেন না!!

No comments:

Post a Comment