আমাদের আবেগের গভীরতা একেক জনের একেক রকম। আবেগ জীবনেরই একটা অংশ। সেই ক্ষেত্রে এটির প্রতিক্রিয়াও একেক জনের একেক রকমের!
প্রতিক্রিয়ারও অনেক ধরণ রয়েছে! যেমন : হাঁসি, কান্না, উচ্ছ্বাস, আনন্দ, ক্রোধ, হিংসা, ইত্যাদি।
প্রতিক্রিয়ারও অনেক ধরণ রয়েছে! যেমন : হাঁসি, কান্না, উচ্ছ্বাস, আনন্দ, ক্রোধ, হিংসা, ইত্যাদি।
ঠিক অনেকগুলি প্রতিক্রিয়ার মধ্যে কান্না একটি। কান্নাটা কখনো সুখের, আবার কখনো দুঃখের!
হাঁসি কিন্তু আরেকটি আবেগের স্বচ্ছ মাধ্যম! অথচ কান্নার চেয়ে, হাসতে আমরা অনেকে কম জানি। না হাঁসতে হাঁসতে, হাঁসিটাকে প্রায়ই ভূলতে বসেন অনেকেই! পরবর্তীতে তার কোন কিছুতেই সুখানুভূতি হয়না। বাসা বাঁধে অনেক মানসিক রোগ...
পুরনো অনেক কষ্টের স্মৃতি আপনাকে কাঁদায়। কেননা, আপনি মনে রাখেন বলে! কিংবা মনে রাখার চেষ্টা করেন বলেই!
ঠিক এমনি ভাবে নেড়েচেড়ে দেখুন তো আপনার হাঁসির স্টকটি! যেটায় রয়েছে.. কোন মজার মুহুর্ত ... কিংবা হতে পারে কমেডি মুভি বা বই...
কিংবা জীবনের কোন হাঁসির ঘটনা!
কিংবা জীবনের কোন হাঁসির ঘটনা!
তবে আর দেরী নয়, প্রাণ খুলে হাঁসুন! জানেনতো হাঁসি কিন্তু দারুণ মেডিসিন...
No comments:
Post a Comment