ছোটবেলায় এইম ইন লাইফ বা জীবনের লক্ষ্য হিসাবে কত এইমের কথাই না মনে মনে ভাবতাম! আবার পরীক্ষার খাতায় সে সব লিখতামও বটে! মাঝে মাঝে রাগও লাগতো, হতে চাই কি আর লিখতে হচ্ছে কি! রচনা বইয়ে পড়তে হয়েছে গৎ বাঁধা কিছু পেশা! পড়ে হোঁচট খেতাম, কিন্তু কখনও জীবন থেকে বিচ্যুত হতে শিখিনি!
অথচ.. এখনকার বাচ্চাদের এইম ইন লাইফ কি?!!! তারা নিজেরাই কনফিউজড! যেটি নেই কোন রচনা বইয়ে, নেই নিজের কোন চিন্তা চেতনাতেও! ভাবতেই কষ্ট হয়! তবে কি তাদের এইম শুধু অন্যের অন্যায় চিন্তাচেতনায় নিজেদেরকে সঁপে দেয়া এবং তা নিজের ভেতরে ধারণ করে নেগেটিভিটির দিকে এগিয়ে যাওয়া? এবং তা তাদের বিচারে সঠিক বলে আত্মস্থ করা???
তাইতো তারা নিজের সোনালী শৈশবকে হারিয়ে ফেলে কোন বন্দুকের ট্রিগারে! কিংবা রক্তক্ষয়ী কোন সংঘর্ষে! কিংবা মাদকের কোন আখড়ায়!
এই ব্রেইন ওয়াশের হোলি খেলার শেষ কোথায়?! আর নয় রক্তক্ষয়ী যুদ্ধ! হিংসা বিদ্বেষ! আর নয় নেতিবাচক ব্রেইন ওয়াশের খেলা!
এই ব্রেইন ওয়াশের হোলি খেলার শেষ কোথায়?! আর নয় রক্তক্ষয়ী যুদ্ধ! হিংসা বিদ্বেষ! আর নয় নেতিবাচক ব্রেইন ওয়াশের খেলা!
বাবা, মা, পরিবার ও মানুষ গড়ার কারিগরেরা এখনই সজাগ হোন! প্রিয় সন্তানটিকে বুক ভরা ভালোবাসা দিয়ে আগলে রাখুন ও পর্যাপ্ত সময় দিন, তাদের নিরাপদে রাখুন!! স্বাধীনতার নামে একেবারে ছেড়ে না দিয়ে স্বাধীনতার মর্ম কথা, স্বাধীনতা রক্ষা করা শেখান!! তথাকথিত পুঁথিগত শিক্ষা নয়, সত্যিকারের মানবিক বোধসম্পন্ন মানুষ হওয়ার শিক্ষা দিন! ইতিবাচক স্বপ্ন দেখাতে সাহায্য করুন! কেননা...........!!!
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'!!!!
No comments:
Post a Comment